ছাত্রীর স্পর্শকাতর স্থানে হাত, শিক্ষক কারাগারে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নাটোর
প্রকাশিত: ০৫:১২ পিএম, ২১ এপ্রিল ২০১৯

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় স্কুলছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে গ্রেফতার শিক্ষককে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। রোববার দুপুরে সহকারী শিক্ষক আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানো হয়।

পাশাপাশি যৌন হয়রানির শিকার স্কুলছাত্রীর বক্তব্য রেকর্ড করেছেন আদালত। এর আগে শনিবার শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয়।

পুলিশ ও যৌন হয়রানির শিকার ছাত্রীর অভিভাবক জানায়, শনিবার দুপুরে টিফিন আওয়ারে মেয়েদের কমনরুমে হয়রানির শিকার ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রীসহ দুই বান্ধবী গল্প করছিল। এ সময় শিক্ষক আবুল কালাম আজাদ কমনরুমে ঢুকে অন্য মেয়েটিকে বের হয়ে যেতে বলে। পরে একা পেয়ে ছাত্রীর শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় শিক্ষক। পরে নির্যাতিত মেয়েটি কাঁদতে কাঁদতে কমনরুম থেকে বের হয়ে আসলে স্কুলে বিষয়টি জানাজানি হয়।

এ বিষেয়ে যৌন হয়রানির শিকার মেয়েটির বাবা বাগাতিপাড়া মডেল থানায় অভিযোগ করলে শনিবার সন্ধ্যায় শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় পুলিশ।

এ বিষয়ে নাটোর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসনাত বলেন, যৌন হয়রানির শিকার ছাত্রীর বাবার অভিযোগের প্রেক্ষিতে শিক্ষক আবুল কালাম আজাদকে গ্রেফতার করে পুলিশ। রোববার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে শিক্ষক আবুল কালাম আজাদকে কারাগারে পাঠান বিচারক। অপরদিকে নির্যাতিত ছাত্রীর বক্তব্য রেকর্ড করেছেন আদালত।

রেজাউল করিম রেজা/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।