লাউয়াছড়া বনে মিলল এক দিনের মানবশিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মৌলভীবাজার
প্রকাশিত: ১২:১৬ পিএম, ২৪ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

 

মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া বনের জানকিছড়া এলাকা থেকে একদিন বয়সী এক শিশুকে উদ্ধার করেছে পুলিশ।

বন প্রহরী ঋষি বড়ুয়া ও মো. ইব্রাহিম জানান, তারা ভোরে টহলের সময় লাউয়াছড়া বনের শ্রীমঙ্গল-ভানুগাছ সড়কের পাশে পলিথিনে মোড়ানো অবস্থায় শিশুর কান্নার শব্দ পেয়ে কাছে গিয়ে এক মেয়ে নবজাতককে দেখতে পান। পরে তারা পুলিশে খবর দিলে পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। বর্তমানে শিশুটি সেখানেই ভর্তি রয়েছে।

শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. মুনির জানান, শিশুটি ঝুঁকিমুক্ত রয়েছে। তবে জন্মের পর যে সকল সেবা প্রয়োজন তা সে পায়নি। তারা এই সেবাগুলো দিচ্ছেন।

শ্রীমঙ্গল থানা পুলিশের উপপরিদর্শক সৈয়দ বেলায়েত হোসেন জানান, চিকিৎসা শেষে শিশুটিকে আদালতে হস্তান্তর করা হবে, সেখান থেকে কেউ শিশুটিকে চাইলে দত্তক নিতে পারবে৷

রিপন দে/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।