ছেঁড়া তার জুড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নড়াইল
প্রকাশিত: ১০:৩৯ এএম, ২৫ এপ্রিল ২০১৯
প্রতীকী ছবি

নড়াইলের কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নে বিদ্যুৎস্পৃষ্টে হিরোক সিকদার (২৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৮টার দিকে এ ঘটনা ঘটে। হিরোক কলাবাড়িয়া-মূলখানা গ্রামের টুকু সিকদারের ছেলে।

এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকালে হিরোকের পানের বরজের বিদ্যুতের লাইন ছিঁড়ে গেলে তিনি নিজেই সেটা লাগাতে যান। এ সময় বিদ্যুৎস্পৃষ্টে আহত হন তিনি। স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালের দিকে রওনা হলে পথে তার মৃত্যু হয়।

স্থানীয় ইউপি সদস্য কাইয়্যুম সিকদার বিষয়টি নিশ্চিত করেছেন।

হাফিজুল নিলু/এফএ/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।