জোয়ারের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রতীকী ছবি
পিরোজপুরের কাউখালী উপজেলায় পানিতে ডুবে মোরসালিন খান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে এ ঘটনা ঘটে। মৃত মোরসালিন উপজেলার সয়না রঘুনাথপুর ইউনিয়নের বেতকা গ্রামের নুরুজ্জামান খানের ছেলে।
পরিবার সূত্রে জানা যায়, হঠাৎ জোয়ারের পানিতে বাড়ির পাশের ডোবা পরিপূর্ণ হয়ে যায়। শনিবার দুপুরে সবার অজান্তে মোরসালিন বাড়ি থেকে বের হয়ে ডোবায় পড়ে যায়। পরে তাকে ডোবা থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্যও প. প. কর্মকর্তা ছিদ্দিকুর রহমান বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটির মৃত্যু হয়েছে।
এএম/এমএস