ট্রেনে কাটা পড়লো মা, বেঁচে গেল সন্তান

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফেনী
প্রকাশিত: ০৯:৫১ পিএম, ০৫ মে ২০১৯

ফেনীতে ট্রেনে কাটা পড়ে ফেয়ারা বেগম (২৬) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। রোববার সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম সড়কের ফেনী রেলস্টেশন সংলগ্ন স্থানে এ দুর্ঘটনা ঘটে।

ফেনী স্টেশনের রেল পুলিশের এসআই হারুন অর রশিদ ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করে বলেন, দুর্ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে আধুনিক ফেনী সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তবে অলৌকিকভাবে তার কোলে থাকা শিশু সন্তানটি বেঁচে যায়। ফেয়ারা বেগম শহরের টেকনিকেল কলেজ এলাকার মো. জাকির হোসেনের স্ত্রী।

ফেনী সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আবু তাহের জানান, মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

রাশেদুল হাসান/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।