কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়ের আহ্বান জানিয়ে মানববন্ধন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সুনামগঞ্জ
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০৬ মে ২০১৯

হাওরের উৎপাদিত ধান সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করার আহ্বান এবং ফসল রক্ষা বাঁধ পানিতে তলিয়ে যাওয়ার প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন করেছে ‘হাওর বাঁচাও সুনামগঞ্জ বাঁচাও আন্দোলন’।

সোমবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ কর্মসূচির আয়োজন করে তারা।

কর্মসূচিতে বক্তারা বলেন, জেলায় মোটামুটি ভালো ফলন হলেও হাওরের কৃষকরা ধানের ন্যায্য মূল্য পাচ্ছে না। পানির দরে কৃষকরা ধান বিক্রি করছেন। এতে কৃষকরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। হাওরের ফসলের উৎপাদিত অর্ধেক সরাসরি কৃষকের কাছ থেকে ক্রয় করার দাবি জানান তারা। এছাড়া হাওরের ফসল রক্ষা বাঁধ পানিতে তলিয়ে যাওয়ার সমালোচনা করেন বক্তারা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন, সংগঠনের সাধারণ সম্পাদক বিজন সেন রায়, জেলা উদীচীর সভাপতি শীলা রায়, সংগঠনের সহ-সভাপতি আবু সুফিয়ান, কমিউনিস্ট পার্টিও সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার প্রমুখ।

মোসাইদ রাহাত/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।