টার্কি মুরগির ১০ কোটি টাকা নিয়ে পালানোর সময় মালিক আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঠাকুরগাঁও
প্রকাশিত: ০৬:২২ পিএম, ০৭ মে ২০১৯

টার্কি মুরগি পালন করলে তিন মাসের মধ্যে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দিয়ে ক্ষুদ্র উদ্যোক্তাদের কাছে প্রায় ১০ কোটি টাকা হাতিয়ে নিয়ে প্রতারণা করার অভিযোগে স্বামী-স্ত্রীসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ।

সোমবার দুপুরে সৈয়দপুর বিমানবন্দর থেকে তাদের আটক করা হয় বলে জানান ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম।

বিজ্ঞাপন

আটকরা হলেন, স্বপ্ননীল এগ্রো সার্ভিসেস লিমিটেড কোম্পানির চেয়ারম্যান সালমান ওরফে সানি (৩২), তার স্ত্রী রওশন আরা (২৮) ও ভাতিজা আবু সালেম রাসেল (২৩)।

Thakurgaon-Sopnil

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

ডিবির ওসি জানান, আটক সানি ঠাকুরগাঁও দিনাজপুর ও পঞ্চগড় জেলার সাধারণ মানুষকে টার্কি মুরগি পালনে আকর্ষণীয় লাভ দেয়ার প্রলোভন দেখিয়ে মুরগির প্যাকেজ কিনতে উদ্বুদ্ধ করে। উদ্যোক্তাদের টার্কি মুরগি দিয়ে নগদ টাকা হাতিয়ে নেয় সানি। পরবর্তীতে মেয়াদ শেষে ওই সব তাদের কাছ থেকে পালিত মুরগি নিয়ে কাউকে চেক আবার কাউকে সাদা কাগজে রশিদ দিয়ে কোম্পানির চেয়ারম্যান ও মহাব্যবস্থাপকসহ অন্যরা গা ঢাকা দেয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

তিনি জানান, স্বপ্ননীল কোম্পানির চেয়ারম্যান সানি সোমবার সৈয়দপুর বিমানবন্দর থেকে বিমানে ঢাকা এবং পরবর্তীতে বিদেশে পাড়ি দেওয়ার চেষ্টা চালায়। গোপন সংবাদের ভিত্তিতে ঠাকুরগাঁও ডিবির একটি ফোর্স তাকে বিমানবন্দর থেকে আটক করে। পরে তার দেয়া তথ্যের ভিত্তিতে তার স্ত্রী রওশন আরা এবং ভাতিজা আবু সালেম রাসেলকে আটক করা হয়।

রবিউল এহসান রিপন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।