দধিতে মাছি, খাবারে তেলাপোকা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৩:৪৬ এএম, ০৯ মে ২০১৯

দধিতে মাছি আর খাবারে তেলাপোকা থাকায় সাতক্ষীরার কলারোয়া উপজেলা সদরের এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আরএম সেলিম শাহনেওয়াজ।

কলারোয়া সদরে দুলাল হোটোলে মিষ্টি ও খাবারসহ বিভিন্ন সামগ্রী একযোগে বিক্রয় করা হয়। ভিড়টাও সেখানে বেশি হয় বলে জানান কলারোয়া সদরের স্থানীয়রা। তবে হোটেলটি নোংরা ও অস্বাস্থ্যকর।

ভ্রাম্যমাণ আদালতের অভিযানে পাঁচ হাজার টাকা জরিমানা হওয়ার পর হোটেল মালিক সুভাষ চন্দ্র ঘোষ বলেন, হোটেলে অনেক জিনিসপত্র সে কারণে একটু অপরিচ্ছন্ন হয়েছে।

খাবারে তেলাপোকা ও দধিতে মাছির বিষয়ে তিনি বলেন, তেলাপোকা পড়লে আর আমি কী করব? তবে এখন থেকে সতর্ক থাকব।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরএম সেলিম শাহনেওয়াজ বলেন, নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও বিক্রির অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া হোটেল ব্যবসায়ীকে ভবিষ্যতের জন্য কঠোরভাবে সতর্ক করা হয়েছে।

আকরামুল ইসলাম/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।