বাসে চড়ে যাত্রীদের সঙ্গে ঢাকায় এলো ৪০টি ছাগল
বাসে যাত্রী হয়রানির অভিযোগ নতুন নয়। হয়রানির প্রতিবাদ করায় বাসের চালক, হেলপার ও কন্ডাকটরের হাতে লাঞ্ছিত হয়েছেন এমন মানুষের সংখ্যা কম নয়। কিন্তু বুধবার সন্ধ্যায় নতুন আরেক বিতর্কের জন্ম দিয়েছে ঢাকা-বরগুনা রুটে চলাচলরত যাত্রীবাহী বাস ‘সুগন্ধা পরিবহন’।
বুধবার সন্ধ্যায় বরগুনা থেকে ঢাকা নেয়ার জন্য যাত্রীদের সঙ্গে অর্ধশত ছাগল ও খাসি সুগন্ধা পরিবহনের একটি বাসে তোলা হয়। এরপর সেই বাস যাত্রা শুরু করে ঢাকার উদ্দেশে।
সুগন্ধা পরিবহনের বরগুনার কাউন্টার সূত্রে জানা যায়, ঢাকায় ছাগল নিয়ে যাওয়া ওই বাসে ২৮ জন যাত্রী ছিলেন। যাত্রীদের সিংহভাগের গন্তব্য ছিল ঢাকা। একই বাসে যাত্রীর সঙ্গে ৪০টি ছাগল ঢাকা নিয়ে আসা হয়েছে। তবে এ বিষয়ে ওই বাসের যাত্রীদের মন্তব্য জানা সম্ভব হয়নি।

এ বিষয়ে সুগন্ধা পরিবহনের বরগুনা কাউন্টারের ম্যানেজার মো. সিদ্দিকুর রহমান বলেন, বাসে ২৮ জন যাত্রী ছিল এবং ওই বাসে করেই ৪০টি ছাগল ঢাকা নেয়ো হয়েছে। আগামীকাল শুক্রবার ঢাকায় সুগন্ধা পরিবহনের ইফতার মাহফিল অনুষ্ঠিত হবে। সেই ইফতার মাহফিলের জন্য ছাগলগুলো বাসের বক্সে করে ঢাকায় নেয়া হয়েছে।
বরগুনার নাগরিক অধিকার সংরক্ষণ কমিটির সহ-সভাপতি মনির হোসেন কামাল বলেন, বাস হলো যাত্রী পরিবহনের জন্য। এই পরিবহন শুধু যাত্রীদের বহন করবে। এ বাহনে গরু-ছাগল বহন করার সুযোগ নেই। আমরা এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। পাশাপাশি এ ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানাই।
এ বিষয়ে বগুনার জেলা প্রশাসক কবীর মাহমুদ জাগো নিউজকে বলেন, যাত্রীবাহী বাসে ২৮ জন যাত্রীর সঙ্গে ৪০টি ছাগল ঢাকা নিয়ে যাওয়ার বিষয়টি আমার জানা ছিল না। আমি দ্রুত এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করব।
মো. সাইফুল ইসলাম মিরাজ/এএম/এমকেএইচ