সরকারি ১৪ বস্তা চাল আত্মসাৎ করলেন বিদ্যালয়ের সভাপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:২৬ পিএম, ২৮ মে ২০১৯

পটুয়াখালীতে ভিজিএফের ১৪ বস্তা চাল আত্মসাতের ঘটনায় জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জসিম হাওলাদারকে (৪৩) আটক করেছে পুলিশ।

মঙ্গলবার দুপুরে জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাকে আটক করা হয়। আটক জসিম হাওলাদার জৈনকাঠি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ. মান্নান হাওলাদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে পটুয়াখালী সদর থানার পুলিশের ওসি মোস্তাফিজুর রহমান বলেন, সরকারি ভিজিএফের ১৪ বস্তা চালসহ জৈনকাঠি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. জসিম হাওলাদারকে আটক করেছে পুলিশ। প্রতি বস্তায় ৩০ কেজি করে মোট ৪২০ কেজি চাল রয়েছে। জসিমের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

মহিব্বুল্লাহ চৌধুরী/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।