লঞ্চে কাটা পড়ে প্রাণ গেল জেলের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৫:১০ পিএম, ০১ জুন ২০১৯
ফাইল ছবি

পটুয়াখালীর দশমিনায় লঞ্চে কাটা পড়ে আবু শিকদার (৫৫) নামে এক জেলের মৃত্যু হয়েছে। শনিবার দুপরে রণগোপালদি ইউনিয়নের আউলিয়াপুর লঞ্চঘাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত আবু শিকদার রণগোপালদি ইউনিয়নের চরঘুমী গ্রামের বাসিন্দা দলিল উদ্দিন শিকদারের ছেলে।

স্থানীয় বাসিন্দা জামিল মিয়া জানান, আবু শিকদারসহ আরও একজন ঢাকাগামী রাসেল প্লাস লঞ্চের পেছনে নৌকায় ছিলেন। লঞ্চটি আচমকা পেছনের দিকে নেয়ায় নৌকাটি উল্টে যায় এবং আবু শিকদার নিচে পড়ে লঞ্চের পাখায় কাটা পড়েন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আবু শিকদার পেশায় একজন জেলে ছিলেন।

দশমিনা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অভিযুক্ত লঞ্চটি আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

মুহিবুল্লাহ চৌধুরী/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।