ঝালকাঠি জেলা বিএনপির সম্পাদককে শোকজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৩:০৫ এএম, ০২ জুন ২০১৯

ঝালকাঠি জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুরকে শোকজ করেছে কেন্দ্রীয় বিএনপি। দলের উপদেষ্টা ও সাবেক ইউপি চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াসকে শারীরিকভাবে লাঞ্ছিত ও গালিগালাজ করার অভিযোগে তাকে শোকজ করা হয়েছে।

শনিবার (১ জুন) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিত রুহুল কবির রিজভী স্বাক্ষরিত শোকজ লেটার ঝালকাঠি এসে পৌঁছায়। আগামী ১০ দিনের মধ্যে শোকজের লিখিত জবাব দিতে বলা হয়েছে মনিরুল ইসলামকে।

এতে বলা হয়েছে, গত ১৬ এপ্রিল এক সাধারণ সভা শেষে মুক্তিযোদ্ধা নুরুল আলম গিয়াসকে সকলের সামনে গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয়েছে, যা তদন্তে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়েছে। এটা সম্পূর্ণভাবে দলীয় শৃঙ্খলা পরিপন্থি কাজ। সে ক্ষেত্রে কেন আপনার (মনিরুল ইসলাম) বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ দর্শিয়ে ১০ দিনের মধ্যে একটি লিখিত প্রতিবেদন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বরাবর কেন্দ্রীয় কার্যালয়ে প্রেরণের নির্দেশ দেয়া হলো।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম নুপুর জানান, ১৬ এপ্রিল জেলা বিএনপির সাধারণ সভার সিদ্ধান্তের বিপক্ষে বলায় নুরুল আলমের সঙ্গে কথা কাটাকাটি হয়। তাকে গালিগালাজ বা লাঞ্ছিত করা হয়নি। শোকজ লেটার এখনও আমি হাতে পাইনি। হাতে পেলে যথাসময়ে কেন্দ্রে জবাব দেয়া হবে।

মো. আতিকুর রহমান/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।