৫টি গরু ফেলে পালাল তারা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৪:২৫ পিএম, ০৬ জুন ২০১৯

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায় কুড়ালগাছি গ্রাম থেকে পাঁচটি ভারতীয় গরু জব্দ করেছে বিজিবি। বৃহস্পতিবার ভোরে এসব গরু জব্দ করা হয়। তবে গরুগুলো কে-বা কারা রেখে গেছে তাদের খোঁজ পাওয়া যায়নি। পরে জব্দকৃত গরুগুলো দর্শনা কাস্টমসে জমা দেয়া হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চুয়াডাঙ্গা ৬-বিজিবির পরিচালক ইমাম হাসান বলেন, বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে চুয়াডাঙ্গা সদরের বিশেষ টহল কমান্ডার হাবিলদার শ্রী বীরেন্দ্র নাথ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারিরা ভারতীয় গরু নিয়ে কুড়ালগাছির দিকে আসছে। এমন সংবাদের ভিত্তিতে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে কুড়ালগাছি পাকা রাস্তার পাশে অবস্থান নেন। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়। পরে বিজিবি পাঁচটি ভারতীয় গরু জব্দ করে। জব্দকৃত গরুর মূল্য প্রায় ৪ লাখ টাকা। গরুগুলো দর্শনা কাস্টমস অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান বিজিবির পরিচালক ইমাম হাসান।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।