গোবিন্দগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা


প্রকাশিত: ০৩:৫৭ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৫
প্রতীকী ছবি

গাইবান্ধার গোবিন্দগঞ্জে স্বামী, শ্বশুর-শাশুড়ি ও ননদের নির্যাতনে রীনা বেগম নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। পুুলিশ সোমবার রাতে রীনার স্বামী রেজাউলকে গ্রেফতার করেছে।

পুলিশ জানায়, গত শুক্রবার বিকেলে পারিবারিক কলহের জের ধরে স্বামী পরিত্যক্তা ননদ রীনা বেগম, শ্বশুর আশরাফ আলী, স্বামী রেজাউল করিম ও শাশুড়ি রোকেয়া বেগম রীনা বেগমকে বেদম মারপিট করে কোদাল দিয়ে আঘাত করেন। শনিবার রীনা অসুস্থ হয়ে পড়লে ঘটনাটিকে ভিন্ন খাতে নেয়ার জন্য তার মুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে তারা তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সোমবার দুপুরে রীনার মৃত্যু হয়।

গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের মথুরাপুর গ্রামের রমজান আলীর মেয়ে রীনার সঙ্গে পার্শ্ববর্তী কমল নারায়নপুর গ্রামের আশরাফ আলীর ছেলে রেজাউলের সঙ্গে ৫-৬ বছর আগে বিয়ে হয়। তাদের সংসারে এক ছেলে ও এক মেয়ের জন্ম হয়।

গোবিন্দগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবিএম জাহিদুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

অমিত দাশ/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।