শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার ৪ দিন পর পুলিশ কনস্টেবল অসীম গ্রেফতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি চুয়াডাঙ্গা
প্রকাশিত: ০৩:৫৮ এএম, ১৩ জুন ২০১৯

শাশুড়িকে ছুরিকাঘাতে হত্যার মামলার আসামি পুলিশ কনস্টেবল অসীম ভট্টচার্যকে গ্রেফতার করেছে পুলিশ। হত্যার ৪ দিন পর বুধবার বিকেল ৩টার দিকে এই জামাতাকে গ্রেফতার করা হলো।

গ্রেফতার অসীম ভট্টচার্য চুয়াডাঙ্গায় সিআইডিতে পুলিশ কনস্টেবল পদে কর্মরত ছিলেন। তিনি খুলনা জেলার দৌলতপুর উপজেলার মহেশ্বরপাশা গ্রামের মৃত দুলাল ভট্টাচার্যের ছেলে।

পুলিশ কনস্টেবল অসীম ভট্টাচার্যকে গ্রেফতারের সত্যতা নিশ্চিত করেছেন আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) মুন্সী আসাদুজ্জামান।

পুলিশ জানায়, বুধবার বিকেলে আলমডাঙ্গা থানার ওসির নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি বিশেষ দল
অভিযানে যায়। এরপর চুয়াডাঙ্গা সদর উপজেলার ছাগল খামার এলাকায় অসীম ভট্টাচার্যকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত শনিবার (৮ জুন) ভোর ৩টার দিকে পুলিশ কনস্টেবল অসীম ছুরিকাঘাতে শাশুড়িকে হত্যা করে। এ সময় তার স্ত্রী ফাল্গুনী অধিকার ও শ্যালক আনন্দ অধিকারী গুরুতর আহত হন। আহতদের কুষ্টিয়া মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পর থেকেই অসীম পলাতক ছিলেন।

সালাউদ্দিন কাজল/জেডএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।