হত্যা মামলায় পলাতক আসামির যাবজ্জীবন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৫:১৫ পিএম, ১৮ জুন ২০১৯

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারে হোটেল কর্মচারী মাজিদুল ইসলাম (৩৫) হত্যা মামলার পলাতক আসামি গণেশকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ জুন) দুপুরে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক এম জি আযম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত গণেশ ঝিনাইদহ সদর উপজেলার লৌহজং গ্রামের নরেণ সর্দারের ছেলে।

নিহত মাজেদুল মাগুরা জেলার শ্রীপুর উপজেলার শ্রীখোল গ্রামের গোলাম মোস্তফার ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১২ সালে জেলা সদরের হাটগোপালপুর বাজারে একটি হোটেলের পাশে থালাবাটি পরিষ্কার করছিল মাজিদুল ইসলাম। সেসময় গণেশ পূর্ব শত্রুতার জের ধরে ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে হত্যা করে।

এ ঘটনায় নিহতের বাবা গোলাম মোস্তফা বাদী হয়ে গণেশকে একমাত্র আসামি করে ঝিনাইদহ সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা তদন্তকারী কর্মকর্তা তদন্ত শেষে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দাখিল করেন।

দীর্ঘ শুনানি শেষে মঙ্গলবার আদালত এই রায় দেন।

আব্দুল্লাহ আল মাসুদ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।