হনুমানের সঙ্গে দৌড়াতে গিয়ে প্রাণ হারাল শিশু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ০৯:২২ পিএম, ১৮ জুন ২০১৯
ফাইল ছবি

সাতক্ষীরায় হনুমানের সঙ্গে দুষ্টামি করতে মাটির ঘরের দেয়াল চাপা পড়ে মুশফিকুর রহমান নামে পাঁচ বছরে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে তালা উপজেলার পাটকেলঘাটা থানার খলিশখালী ইউনিয়নের চোমরখালী গ্রামে এ ঘটনা ঘটে।

শিশু মুশফিকুর রহমান ওই গ্রামের আতিয়ার মোড়লের ছেলে।

খলিশখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান স্থানীয় বাসিন্দা মোজাফফর রহমান জানান, আজ সন্ধ্যার আগে একটি হনুমান এলাকায় আসে। হনুমানটি বিভিন্ন গাছগাছালিতে লাফালাফি করছিল। এসময় এলাকার ১০-১২ শিশু-কিশোর হনুমানটির পিছু নেয়। হনুমানটির পেছনে দৌড়াতে গিয়ে এক পর্যায়ে একটি পরিত্যক্ত মাটির ঘরে ঢুকে পড়ে শিশু মুশফিকুর রহমান। এসময় ঘরটির দেয়াল ধসে মাটির নিচে চাপা পড়ে সে। পরে সেখান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

পাঠকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল ইসলাম জাগো নিউজকে বলেন, হনুমানটির পিছু নিয়ে দুষ্টুমি করতে গিয়ে অসাবধানতাবশত মাটির নিচে চাপা পড়ে শিশুটির মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।

আকরামুল ইসলাম/এমবিআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।