ধরলার পানি বেড়ে লালমনিরহাটে সড়ক বিচ্ছিন্ন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লালমনিরহাট
প্রকাশিত: ১২:০২ পিএম, ২৭ জুন ২০১৯

লালমনিরহাট সদর উপজেলায় হঠাৎ ধরলা নদীর পানি আকস্মিক বৃদ্ধি পাওয়ায় কুলাঘাট ইউনিয়নের ওয়াপদা বাজারের পাশের একটি পাকা রাস্তা ভেঙে গেছে।

বুধবার বিকেলে পানির তোড়ে রাস্তাটির প্রায় ৩০ মিটার অংশ ভেঙে যায়। এতে লালমনিরহাট শহরের সঙ্গে কুলাঘাট ইউনিয়নের চারটি গ্রাম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। তবে পানি কমতে শুরু করেছে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড।

স্থানীয়রা জানান, ধরলার পানি ঢুকে দক্ষিণ শিবেরকুটি গ্রামের পাকা রাস্তাটি ভেঙে যায়। এতে বোয়ালমারী চর, খারুয়ার চর, বাঁশপঁচাই ও দক্ষিণ শিবেরকুটি গ্রামের প্রায় চার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। বাড়িতে পানি প্রবেশ করায় পরিবার পরিজন নিয়ে অনেকে সড়কে আশ্রয় নিয়েছেন।

লালমনিরহাট পৌর শহরের সঙ্গে সড়ক যোগাযোগের একমাত্র রাস্তাটি ভেঙে যাওয়ায় ঝুঁকি নিয়ে নৌকায় ওই অংশটি পারাপার হচ্ছেন অনেকে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) সূত্রমতে, ধরলার পানি এক দশমিক ৭২ সেন্টিমিটার বৃদ্ধি পাওয়ায় নদীর পানি ঢুকে রাস্তার কিছু অংশ ভেঙে যায়।

কুলাঘাট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ইদ্রিস আলী জানান, রাস্তাটি ভেঙে যাওয়ায় লোকজন বিপাকে পড়েছেন।

লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জয়শ্রী রাণী রায় জানান, ক্ষতিগ্রস্ত সড়কটি মেরামতের কাজ শুরু করা হয়েছে।

রবিউল হাসান/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।