ট্রেনে হারিয়ে ফেলা স্ত্রীকে ৮ দিন ধরে খুঁজছেন স্বামী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৩:৫৯ এএম, ৩০ জুন ২০১৯

স্ত্রী বিজলী আক্তার (৪০) ও দুই সন্তানসহ ঢাকা থেকে ট্রেনে ঠাকুরগাঁও ফিরছিলেন দলিম উদ্দীন। পথে তিনি স্ত্রী বিজলি আক্তারকে হারিয়ে ফেলেন। ৮ দিন ধরে ঠাকুরগাঁও, পঞ্চগড় ও দিনাজপুর জেলার বিভিন্ন রেলস্টেশনে খুঁজে বেড়াচ্ছেন।

এ ঘটনায় শুক্রবার (২৮ জুন) রাতে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন দলিম উদ্দীন। তাদের বাড়ি বালিয়াডাঙ্গী উপজেলার দুওসুও ইউনিয়নের জিয়াখোর গ্রামে।

বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোসাব্বেরুল হক জানান, ঢাকা থেকে ট্রেনে দিনাজপুরের ফুলবাড়ী রেলস্টেশনে আসার পর ওই স্টেশনকে ঠাকুরগাঁও রোড রেলস্টেশন ভেবে ট্রেন থেকে নেমে পড়েন বিজলী আক্তার। তার স্বামী তাকে ট্রেনে পুনরায় তোলার চেষ্টা করে ব্যর্থ হন।

দলিম উদ্দীন বলেন, বিজলী আক্তারের কাছে টাকা ছিল। আমরা মনে করেছিলাম পরের ট্রেনে সে ঠাকুরগাঁও রোড রেলস্টেশনে চলে আসবে। কিন্তু দুই দিন অপেক্ষা করার পরও না এলে আমরাই তার খোঁজ শুরু করি। এক সপ্তাহ অনেক খুঁজেও তাকে না পেয়ে বালিয়াডাঙ্গী থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।

বিজলী আক্তারের বয়স ৪০, গায়ের রং শ্যামলা, উচ্চতা ৪ ফুট ১০ ইঞ্চি, শারীরিক গঠন মাঝারি, চোখের ধরণ স্বাভাবিক, চুল খাটো কালো রঙের, গায়ে চেকের প্রিন্টের শাড়ি। ছবি অথবা বর্ণনা দেখে চিনতে পারলে গৃহবধূর স্বামীকে ০১৭৮৫-৪৫৩৩০১ অথবা বালিয়াডাঙ্গী থানার ওসিকে ০১৭১৩-৩৭৩৯৮৬ নম্বরে জানানোর অনুরোধ করা হয়েছে।

ছবি দেখে কোনো ব্যক্তি বিজলী আক্তারের সন্ধান দিতে পারলে তাকে উপযুক্ত পুরস্কার দেয়ার ঘোষণা দিয়েছেন দলিম উদ্দীন।

এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।