প্রকৌশলীকে লাঞ্ছিত করলেন যুবলীগ নেতা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৫:২০ পিএম, ৩০ জুন ২০১৯

যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনে বাধা দেয়ায় সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলামকে লাঞ্ছিতের ঘটনায় পৌর যুবলীগের আহ্বায়ক এমদাদুল হকসহ ৭-৮ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার রাতে উপ-বিভাগীয় প্রকৌশলী বাদী হয়ে সদর থানায় এ মামলা করেন।

রোববার দুপুরে সদর থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) রফিকুল ইসলাম মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে বলেন, এমদাদুল হক এমদাদের নাম উল্লেখসহ ৭-৮ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি করা হয়েছে। বিষয়টির তদন্ত চলছে। প্রমাণ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।

মামলার বাদী পাউবোর উপ-বিভাগীয় প্রকৌশলী একেএম রফিকুল ইসলাম বলেন, ইজারাদারের লোকজন নির্ধারিত বালুমহাল ব্যতীত কেপিআই ঘোষিত এলাকা শহররক্ষা বাঁধ শহীদ শেখ রাসেল স্মৃতি পার্কের পূর্বদিকে অবৈধভাবে বালু উত্তোলন করেছিলেন। সেখান থেকে বালু উত্তোলন করতে নিষেধ করে বালুভর্তি ভলগেট জব্দ করা হয়। এ ঘটনায় ইজারাদার ও যুবলীগ নেতা এমদাদুল হক এমদাদ আমাকে হুমকি দেন। একপর্যায়ে জব্দ করা বালুভর্তি একটি ভলগেটও ছিনিয়ে নেন ইজারাদারের লোকজন। এ বিষয়ে পাউবোর ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে মামলা করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।