বাসায় সরকারি ওষুধ, চিকিৎসক ধরা
গোপালগঞ্জে অভিযানে চালিয়ে বিপুল পরিমাণ সরকারি ওষুধসহ শেখ লুৎফর রহমান নামে এক চিকিৎসককে আটক করে এক মাসের মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে এ অভিযান চালানো হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, শহরের কবরস্থান রোড এলাকায় লাবিবা পলি ক্লিনিকের মালিক ডা. শেখ লুৎফর রমানের বাড়িতে দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালাউদ্দিন দিপুর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় তার বাড়ির আলমারির মধ্য থেকে সরকারি হাসপাতালের জন্য সরবরাহকৃত এক কার্টন এন্টিবায়োটিক ওষুধ (কিলম্যাক্স-৫০০) জব্দ করা হয়। পরে ওই চিকিৎসককে এক মাসের কারাদণ্ড দিয়ে কারাগারে প্রেরণ করেন ম্যাজিস্ট্রেট।
এস এম হুমায়ূন কবীর/আরএআর/পিআর