শ্রীপুরে আহত পুলিশ সদস্যের মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক শ্রীপুর (গাজীপুর)
প্রকাশিত: ০৯:৪৪ পিএম, ০৩ জুলাই ২০১৯

গাজীপুরের শ্রীপুরে সড়ক দুর্ঘটনায় আহত পুলিশ সদস্য শ্যামল চন্দ্র দেব (৫০) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বুধবার সকালে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালে তার মৃত্যু হয়।

নিহত শ্যামল চন্দ্র দেব হবিগঞ্জের মাধবপুর উপজেলার তুলশিপুর গ্রামের মৃত কুমুদ বন্ধু দেবের ছেলে। তিনি মাওনা হাইওয়ে থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন।

মাওনা হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. দেলোয়ার হুসেন জানান, গত ১১ জুন কর্মরত অবস্থায় মাওনা উড়াল সেতুর দক্ষিণ পাশে সড়ক পার হতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় গুরুতর আহত হন শ্যামল চন্দ্র দেব। পরে বুধবার সকাল ৯টার দিকে রাজধানীর মেট্রোপলিটন হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শিহাব খান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।