নদী থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার
ফাইল ছবি
সিরাজগঞ্জের শাহজাদপুরে হুড়াসাগর নদী থেকে দবির উদ্দিন মোল্লা (৬২) নামে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার পোরজনা ইউনিয়নের জোতপাড়া এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত দবির উদ্দিন ওই এলাকার মৃত তাহেজ মোল্লার ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, হুড়া সাগর নদীর তীরে বৃদ্ধ দবির উদ্দিনের মরদেহ দেখে স্থানীয়রা থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
ইউসুফ দেওয়ান রাজু/এমএমজেড/এমকেএইচ