বকশীগঞ্জে পাঁচ গ্রাম প্লাবিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জামালপুর
প্রকাশিত: ০২:০৯ পিএম, ১১ জুলাই ২০১৯

জামালপুরের বকশীগঞ্জে অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ধানুয়া কামালপুর ইউনিয়নের সীমান্তবর্তী এলাকায় একটি বাঁধ ভেঙে ৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বুধবার দুপুরে মুষলধারে বৃষ্টির সময় হঠাৎ বাঁধটি ভেঙে গেলে এসব এলাকা প্লাবিত হতে থাকে।

স্থানীয়রা জানিয়েছেন, গত কয়েকদিনের টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে ধানুয়া কামালপুর ইউনিয়নের বাক্কার মোড় নামক স্থানে বন্যা রক্ষা বাঁধের প্রায় ২০ মিটার ভেঙে যায়। এতে পাহাড়ি ঢলের পানি প্রবেশ করে কামালপুর ইউনিয়নের সাতানীপাড়া, বালুঝুড়ি, কনেকান্দা, সোমনাথ পাড়াসহ ৫টি গ্রাম প্লাবিত হয়। হঠাৎ বাঁধ ভেঙে প্লাবিত হওয়ায় এসব এলাকার প্রায় ২০টি পুকুর, ২টি মাছের বাণিজ্যিক খামার ও অসংখ্য বীজতলা ডুবে গেছে। ফলে এলাকাবাসীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।

বকশীগঞ্জে পাঁচ গ্রাম প্লাবিত

স্থানীয়রা জানান, বাঁধটি দ্রুত সংস্কার করা না হলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হতে পারে।

এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) দেওয়ান মোহাম্মদ তাজুল ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, দ্রুততম সময়ের মধ্যে বাঁধটি সংস্কারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

আসমাউল আসিফ/এমএমজেড/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।