যৌন হয়রানির দায়ে রঙমিস্ত্রিকে ৬ মাসের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক চট্টগ্রাম
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১১ জুলাই ২০১৯

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় যৌন হয়রানির দায়ে মো. জসিম উদ্দীন (৪২) নামের এক রঙমিস্ত্রিকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সায়েদুল আরেফিন এ দণ্ড দেন।

দন্ডপ্রাপ্ত মো. জসিম উদ্দীন সুন্দরপুর ইউনিয়নের শফি সিকদার বাড়ীর মৃত শাহ আলমের ছেলে। তিনি পেশায় একজন রঙমিস্ত্রি।

নির্বাহী কর্মকর্তা সায়েদুল আরেফিন বলেন, ‘জসিম দুই মাস ধরে ধুরুং খুলশী লায়ন্স উচ্চ বিদ্যালয়ের ছাত্রীরা রাস্তা দিয়ে বিদ্যালয়ে যাতায়াতের সময় উত্ত্যক্ত করতেন। আজ সকালে স্কুলে যাওয়ার সময় তিনি আবারো ছাত্রীদের উত্ত্যক্ত করার চেষ্টা করলে এলাকাবাসী তাকে আটক করে। এ সময় তারা জসিমকে উত্তম-মধ্যম দিয়ে পুলিশের মাধ্যমে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করে। পরে দুপুরে জনপ্রতিনিধিদের উপস্থিতিকে অভিযুক্ত ঘটনার সত্যতা ও নিজের অপরাধ স্বীকার করেন। যৌন হয়রানির দায়ে তাকে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।’

এসআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।