মির্জাপুরে তিন দলের তিন নেতার মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক মির্জাপুর (টাঙ্গাইল)
প্রকাশিত: ০৯:৪৩ পিএম, ১১ জুলাই ২০১৯

টাঙ্গাইলের মির্জাপুরে প্রধান তিন রাজনৈতিক দলের তিন নেতার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে টাঙ্গাইল জেলা জাতীয় পার্টির অর্থবিষয়ক সম্পাদক এসএ খান মন্টু (৬০) ঢাকার মিরপুরের নিজ বাসায় হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। তার বাড়ি মির্জাপুর উপজেলার উয়ার্শী ইউনিয়নের নাগরপাড়া গ্রামে।

এর আগে মঙ্গলবার বিকেল ৩টার দিকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও উয়ার্শী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ হেল সাফি মারা যান।

একই দিন বিকেল সাড়ে ৫টার দিকে বিএনপির কেন্দ্রীয় কমিটির শিশুবিষয়ক সম্পাদক সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকীর বড় ভাই বিএনপি নেতা পনিরুজ্জামান ভারতের বিএম বিরলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গভীর শোক প্রকাশ করেন। সাফির বাড়ি উপজেলার বন্ধ কাওয়ালজানী ও পনিরুজ্জামানের বাড়ি উপজেলার গোড়াইল গ্রামে। তিন দলের তিন নেতার মৃত্যুতে মির্জাপুরে রাজনৈতিক দলের নেতাকর্মীদের মধ্যে শোক বিরাজ করছে।

এস এম এরশাদ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।