শ্বাস বন্ধ হয়ে দুই শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোণা
প্রকাশিত: ০৪:৫৫ পিএম, ১৭ জুলাই ২০১৯

নেত্রকোণার দুর্গাপুরে সেফটি ট্যাংকিতে নেমে বুধবার বেলা দুইটার দিকে দুই শ্রমিক মারা গেছেন। তারা হলেন, একই উপজেলার নাগপুর গ্রামের ওমর আলীর ছেলে মোস্তফা মিয়া (৩৫) ও আবুল কাশেমের ছেলে শাহজাহান মিয়া।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে হাফিজ উদ্দিন বাড়িতে সেফটি ট্যাংকিতে কাজ করতে নেমে মোস্তফা ও শাহজাহান মিয়া অসুস্থ হয়ে পড়ে। এ ঘটনার খবর পেয়ে দুর্গাপুর থেকে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে গিয়ে দুজনকে মৃত উদ্ধার করে।

দুর্গাপুর থানা পুলিশের ওসি মিজানুর রহমান জানান, শ্রমিকরা ট্যাংকিতে কাজ করতে গিয়ে দম বন্ধ হয়ে মারা গেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

কামাল হোসাইন/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।