লক্ষ্মীপুরে আ.লীগের নির্বাচনী কার্যালয়ে আগুন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৯:৫৮ পিএম, ২০ জুলাই ২০১৯

লক্ষ্মীপুরের কমলনগরে ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচনে নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী এএইচ এম আহসান উল্যা হিরনের নির্বাচনী কার্যালয়ে আগুন দেয়া হয়েছে। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসমাইল হোসেনের লোকজন পরিকল্পিতভাবে এ আগুন দিয়েছে বলে হিরনের অভিযোগ। এ ঘটনায় শনিবার সন্ধ্যা পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদের উপ-নির্বাচনের আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের নির্বাচনী কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে তিনটি চেয়ারসহ কিছু মালামাল পুড়ে গেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে পুড়ে যাওয়া আলামত উদ্ধার করেছে।

আওয়ামী লীগের প্রার্থী ও উপজেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আহসান উল্যা হিরন বলেন, ভোটারদের মাঝে ভয়ভীতির উদ্দেশ্যে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ইসমাইল ও তার লোকজন আমার নেতাকর্মীদের হুমকি দিচ্ছে। তিনি ভীতি ছড়াতে আমার নির্বাচনী কার্যালয় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছেন। বিষয়টি আমি প্রশাসনকে জানিয়েছি।

এ ব্যাপারে কমলনগর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সোলাইমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া আলামত উদ্ধার করা হয়েছে। এ ঘটনার তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

প্রসঙ্গত, চরলরেন্স ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন একেএম নুরুল আমিন। তিনি কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করায় ইউনিয়ন চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়। আগামী ২৫ জুলাই চরলরেন্স ইউনিয়ন পরিষদের উপ-নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এতে ৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কাজল কায়েস/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।