ব্যবসায়ীর গুদাম থেকে উদ্ধার হলো দুই হাজার বস্তা ভিজিএফ চাল

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নীলফামারী
প্রকাশিত: ০৮:৩১ পিএম, ০৯ আগস্ট ২০১৯
ফাইল ছবি

ঈদুল আযহা উপলক্ষে অতি দরিদ্রদের জন্য সরকারের সামাজিক নিরাপত্তা বেষ্টনী কার্যক্রম ভালনারেবল গ্রুপ ফিডিং (ভিজিএফ) কর্মসূচির ৬০ মেট্রিক টন চাল জেলার জলঢাকা উপজেলা শহরের দুই ব্যবসায়ীর গুদাম হতে জব্দ করা হয়েছে।

শুক্রবার বেলা সাড়ে ৩টায় গোপন সংবাদে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা ওই চাল জব্দ করে গুদাম দুটি সিলগালা করেন।

সূত্র মতে জব্দকৃত চালের বস্তার পরিমাণ ৩০ কেজি ওজনের দুই হাজার বস্তা। এর মধ্যে উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী তমিজ উদ্দিনের গুদামে ৪৫ মেট্রিকটন ও সিরাজুল ইসলাম পাকার গুদামে ১৫ মেট্রিক চাল জব্দ করা হয়।

জানা যায়, আসন্ন ঈদুল আযহা উপলক্ষে এ উপজেলার ১১ ইউনিয়নে ৭৮ হাজার অতি দরিদ্র পরিবারের জন্য বিনামূল্যে বিতরণের সরকারিভাবে ভিজিএফের ১ হাজার ১৭০ মেট্রিক চাল বরাদ্দ দেয়া হয়। পরিবার প্রতি ১৫ কেজি করে চাল পাবে। গত তিন দিন ধরে এ চাল বিতরণ শুরু হয়। অভিযোগ উঠে রাতের আধারে উল্লেখিত দুই ব্যবসায়ীর গুদামে বেশ কিছু পরিমাণ ভিজিএফের চাল মজুদ করা হয়। এলাকাবাসীর অভিযোগ বেশ কিছু জনপ্রতিনিধি এ চাল ওই দুই ব্যবসায়ীর কাছে গোপনে বিক্রি করে দেয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সুজাউদ্দৌলা সাংবাদিকদের জানান, গোপন সংবাদে অভিযান চালিয়ে দুইজন ব্যবসায়ীর গুদামে ৩০ কেজি ওজনের দুই হাজার বস্তা ৬০ মেট্রিক টন চাল পাওয়া গেলে তাৎক্ষণিক ভাবে জব্দ করা হয়। এ চাল পরিবহন করে নিয়ে আসার জন্য একটি ট্রাককেও আটক করা হয়েছে।

তিনি জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। এ চাল কারা ওই দুই ব্যবসায়ীর কাছে বিক্রি করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

জাহিদ/এমএএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।