পটুয়াখালীতে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত সর্দার নিহত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৮:২৮ এএম, ১০ আগস্ট ২০১৯
ফাইল ছবি

পটুয়াখালীতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ চাঁন মিয়া হাওলাদার নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি তিনি ডাকাত সর্দার। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতিসহ অন্তত ৩০টি মামলা রয়েছে।

শুক্রবার দিবাগত রাত তিনটার দিকে সদর উপজেলার পটুয়াখালী-কুয়াকাটা মহাসড়কের করমজাতলা এলাকায় এই ‘বন্দুক যুদ্ধের’ ঘটনা ঘটে।

পটুয়াখালী সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাফিজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিনগত গভীর রাতে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের করমজাতলা এলাকায় অভিযানে যায় পুলিশ। এ সময় চাঁনমিয়া তার দলবল নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। আত্মরক্ষার্থে তখন পুলিশও পাল্টা গুলি করে।

তিনি আরও জানান, পরে ঘটনাস্থল থেকে চাঁন মিয়ার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়। এ সময় একটি পাইপগানসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ বর্তমানে পটুয়াখালী ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।