চালকের ভুলে প্রাণ গেল রায়হানের
ফাইল ছবি
নাটোরের হরিশপুর এলাকায় একটি ভলকানাইজিং কারখানায় চালকের ভুলে ট্রাক চাপায় রায়হান (১৫) নামে একজন মারা গেছে। রোববার (১১ আগস্ট) সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান লক্ষীপুর জেলার শাজাহান আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নাটোর শহরের হরিশপুর এলাকায় আব্দুল করিমের মায়ের আচল নামে একটি ভলকানাইজিং কারখানায় ট্রাকের নিচে কাজ করছিল রায়হান। এমন সময় তাকে না দেখেই চালক ট্রাকটি চালু করে সামনের দিকে এগিয়ে গেলে ট্রাকের চাপায় গুরুতর আহত হয় রায়হান।
আহত অবস্থায় দ্রুত উদ্ধার করে রায়হানকে প্রথমে নাটোর সদর হাসপাতাল ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। রাজশাহী পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রায়হান নাটোর সদর উপজেলার চাঁইপাড়ায় তার মামার বাড়িতে বসবাস করত।
রেজাউল করিম রেজা/আরএস/জেআইএম