মেহেরপুরে ৮ স্বর্ণের বারসহ গ্রেফতার ১

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মেহেরপুর
প্রকাশিত: ০৭:১৭ পিএম, ১১ আগস্ট ২০১৯

মেহেরপুরের শুভরাজপুর সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবির সদস্যরা। গ্রেফতার ব্যক্তির নাম নামায আলী (২৭)।

রোববার বিকেলে শুভরাজপুর এলাকার ২৩২নং আন্তর্জাতিক সীমানা পিলার এলাকায় বাংলাদেশের ভেতর থেকে তাকে গ্রেফতার করে বিজিবি। গ্রেফতার নামায আলী শুভরাজপুর গ্রামের নজিব উদ্দীনের ছেলে।

বিজিবির কোম্পানি কমান্ডার সুবেদার আইয়ুব হোসেন বলেন, শুভরাজপুর সীমান্ত থেকে আটটি স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে বিজিবি। স্বর্ণের বারগুলো নিয়ে নামায আলী ভারতে প্রবেশ করতে চেয়েছিল নাকি ভারতীয় চোরাচালানিদের জন্য অপেক্ষা করছিল তা খতিয়ে দেখা হচ্ছে।

আসিফ ইকবাল/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।