পায়রা সেতুর কাজে গিয়ে শ্রমিকের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০১:১০ পিএম, ২০ আগস্ট ২০১৯
ফাইল ছবি

পটুয়াখালীর লেবুখালীতে পায়রা নদীর ওপর নির্মাণাধীন সেতুর কাজ করতে গিয়ে শহিদুল ইসলাম (৪০) নামে এক শ্রমিক নিহত হয়েছেন।

মঙ্গলবার সকালে ওই সেতুর নির্মাণ কাজে ব্যবহৃত এক্সকাভেটরের নিচে চাপা পড়ে মারা যান তিনি।

দুমকি থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুজ্জামান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত নির্মাণ শ্রমিক শহিদুল ইসলাম পটুয়াখালী সদর উপজেলার বদরপুর এলাকার লোকমান হাওলাদারের ছেলে।

তিনি বলেন, দুর্ঘটনার পর নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এদিকে এ বিষয়ে জানতে নির্মাণাধীন পায়রা সেতু কর্তৃপক্ষের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।