গড়াই নদীতে ধরা পড়লো ৭ কেজি ওজনের চিতল মাছ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝিনাইদহ
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ৩০ আগস্ট ২০১৯

ঝিনাইদহের শৈলকুপায় গড়াই নদী থেকে সাত কেজি ওজনের চিতল মাছ ধরেছেন রতন শেখ নামে এক ব্যক্তি। শুক্রবার সকালে উপজেলার কৃষ্ণনগর গড়াই নদী থেকে জাল দিয়ে এ চিতল মাছটি ধরা হয়। রতন শেখ উপজেলার বড় মৌকুড়ী গ্রামের মৃত একদিল শেখের ছেলে।

তিনি বলেন, শখের বসে প্রতি বছর গড়াই নদীতে মাছ ধরতে যাই। শুক্রবার সকালে নদীতে জাল ফেললে বড় ধরনের কিছু একটা কিছু বেঁধেছে অনুভব করি। তবে এতো বড় একটা চিতল মাছ পাবো কল্পনাও করতে পারিনি। আল্লাহর অশেষ শুকরিয়া আমার জালে বিশাল আকৃতির মাছ ধরা পড়েছে। এতে আমি খুবই আনন্দিত।

এদিকে চিতল মাছটি একনজর দেখতে উৎসুক জনতা সকাল থেকেই ভিড় করতে থাকে। মাছটি সাত হাজার টাকায় কিনেছেন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও যুবলীগের সভাপতি শামীম হোসেন মোল্যা।

আব্দুল্লাহ আল মাসুদ/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।