হবিগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ছাত্রলীগ নেতার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি হবিগঞ্জ
প্রকাশিত: ০১:২২ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে দ্রুতগামী একটি মাইক্রোবাসের ধাক্কায় উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমেদ রুবেল (২৮) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুই যুবক।

রোববার (১ সেপ্টেম্বর) রাত সাড়ে ৭টার দিকে উপজেলা সদরের ডাকবাংলো এলাকায় এ ঘটনা ঘটে। উপজেলার কালিকাপুর গ্রামের আওয়ামী লীগ নেতা ফরিদ মিয়ার ছেলে রুবেল। আহতরা হলেন- রামনগড় গ্রামের শিপন মিয়া ও একই গ্রামের মানিক মিয়া। তাদের অবস্থা সঙ্কটাপন্ন।

শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা সদরের উল্লেখিত এলাকায় রোববার রাত সাড়ে ৭টার দিকে সিলেটমুখী দ্রুতগামী একটি মাইক্রোবাস তিন পথচারীকে চাপা দেয়। স্থানীয়রা উদ্ধার করে উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের অবস্থা আশঙ্কাকাজনক হওয়ায় ঢাকায় প্রেরণ করেন। এর মধ্যে উপজেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মওদুদ আহমদ রুবেল ব্রাহ্মণবাড়িয়ায় গিয়ে মারা যান। পুলিশ মাইক্রোবাসটি আটক করেছে।

সৈয়দ এখলাছুর রহমান খোকন/এমএসএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।