ঋণের বোঝা মাথায় নিয়ে মৃত্যুর কাছে হেরে গেলেন আল-আমিন
মধ্যপ্রাচ্যের দেশ ব্রুনাইতে নির্মাণাধীন বহুতল ভবনের ছাদ থেকে পড়ে প্রবাসী ছাইদুল ইসলাম আল-আমিন (২৫) নামের এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় সময় শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। আল-আমিনের মৃত্যুতে তার গ্রামের বাড়ি গাজীপুরের কালীগঞ্জের জামালপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছৈলাদী গ্রাম এখন শোকের মাতম চলছে।
মৃত আল-আমিন ওই গ্রামের মো. বকুল সরকারের একমাত্র ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন তার পরিবারের সদস্য ও ইউপি সদস্য মো. ফারুক শেখ।
আল-আমিনের চাচাতো ভাই শাসমুল হক জুয়েল বলেন, ছাইদুল ইসলাম আল-আমিন এক বছর আগে জীবিকা নির্বাহের জন্য ব্রুনাইয়ে পাড়ি জমান। সেখানে নির্মাণ শ্রমিকের কাজ করতো আল-আমিন। প্রতিদিনের মতো ৬ সেপ্টেম্বরও তিনি কাজ করতে যান। ওইদিন স্থানীয় সময় দুপুর ২টায় নির্মাণাধীন সাততলা ভবনের ছাদ থেকে পড়ে যান। এতে মাথা ফেটে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।
পারিবারিক সূত্রে জানা গেছে, আল-আমিন ছিলেন পরিবারের একমাত্র উপার্জনকারী। ধারদেনা করে সুন্দর ভবিষ্যৎ গড়ার আশায় বছর খানেক আগে আল-আমিন প্রবাসে পাড়ি জমান। সেখানে গিয়ে কাজ ও বেতন ভালো না হওয়ায় এখনো ঋণ পরিশোধ করা হয়নি। কিন্তু ঋণের বোঝা মাথায় নিয়ে মৃত্যুর কাছে হেরে গেলেন আল-আমিন।
স্থানীয় ইউপি সদস্য মো. ফারুক শেখ বলেন, ঘরে আল-আমিনের অসুস্থ বৃদ্ধ মা-বাবা তার মৃত্যুর খবরে দিশেহারা। স্বামীর মৃত্যুর খবরে স্ত্রী মুক্তা বেগম (২২) বারবার মূর্ছা যাচ্ছেন। পাঁচ বছরের মাহিন ও তিন বছরের ফাহিম নামে দুই শিশুসন্তান কিছু না বুঝেই ফ্যাল ফ্যাল করে মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। তারা এখনো বুঝতে পারছে না তাদের বাবা না ফেরার দেশে চলে গেছেন।
আব্দুর রহমান আরমান/এএম/এমএস