নেত্রকোনায় ১২৩ বস্তা সরকারি চাল উদ্ধার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০২ এএম, ১৯ সেপ্টেম্বর ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির (১০ টাকার চাল) ১২৩ বস্তা চাল উদ্ধার করেছে পুলিশ। বুধবার দিবাগত রাত দেড়টার দিকে কলমাকান্দা উপজেলার খেয়াঘাট এলাকার শাহ্ আলম নামে এক ডিলারের দোকান থেকে চালগুলো উদ্ধার করে উপজেলা প্রশাসন।

কলমাকান্দা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদ পেয়ে চালের বস্তাগুলো জব্দ করা হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচির সরকারি মনোগ্রামযুক্ত বস্তার চালগুলো প্লাস্টিকের বস্তায় মজুত করা হয়েছিল।

কলমাকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন বলেন, রাতেই ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশকে চালগুলো জব্দের নির্দেশ দেয়া হয়েছে। অধিকতর তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কামাল হোসাইন/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।