ডিএসবির স্টাফের গলায় ছুরি মেরে টাকা ছিনতাই
ব্রাহ্মণবাড়িয়ায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে জেলা পুলিশের বিশেষ শাখার (ডিএসবি) উচ্চমান সহকারী হারুনুর রশিদ (৪০) গুরুতর আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে সদর উপজেলার সুহিলপুর এলাকার কুমিল্লা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে।
আহত হারুনের পরিবারের সদস্যরা জানান, ছুটিতে গতকাল বৃহস্পতিবার জেলার সরাইল উপজেলার পাকশিমুল গ্রামে নিজ বাড়িতে যান তিনি। ছুটি শেষে শুক্রবার সন্ধ্যায় বাড়ি থেকে জেলা সদরে ফিরছিলেন হারুন। তিনি সরাইল-বিশ্বরোড মোড় থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। এ সময় তার সঙ্গে আরও চারজন যাত্রীবেশে ওঠেন। অটোরিকশাটি সুহিলপুরে এলাকায় আসার পর যাত্রীবেশে থাকা ছিনতাইকারীরা তাকে ঝাপটে ধরে ছিনতাইয়ের চেষ্টা করলে হারুন তাদের বাধা দেন। এ সময় ছিনতাইকারীরা তার গলায় একাধিক ছুরিকাঘাত করে তার সঙ্গে থাকা ১৪শ টাকা ছিনিয়ে নিয়ে চলন্ত অটোরিকশা থেকে ফেলে দেয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাকে একটি বেসরকারি ক্লিনিকে নিয়ে যাওয়া হয়।
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল কবির বিষয়টি নিশ্চিত করে জাগো নিউজকে জানান, এ ঘটনায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
আজিজুল সঞ্চয়/আরএআর/এমএস