কখনও হৃদরোগ, কখনও মেডিসিন বিশেষজ্ঞ তিনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০২:৫৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

কখনও হৃদরোগ বিশেষজ্ঞ আবার কখনও মেডিসিন বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখেন হেলাল উদ্দিন সিদ্দিক। একেক সময় একেক হাসপাতালে রোগী দেখেন তিনি। এমবিবিএস চিকিৎসক পরিচয়ে গত কয়েক মাস ধরে ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের দি শাহজালাল হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ হিসেবে রোগী দেখছিলেন তিনি।

তবে রোগীদের চিকিৎসা সেবা দেয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় সোমবার দুপুরে শহরের রামকানাই স্কুল রোডের ওই বেসরকারি হাসপাতালটিতে জেলা প্রশাসন ও সিভিল সার্জন কার্যালয় যৌথভাবে অভিযান চালিয়ে হেলালকে আটক করেছে। পরবর্তীতে তাকে সতর্ক করে মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দ্বীপ তালুকদার জানান, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) অনুমোদন ছাড়াই হেলাল উদ্দিন সিদ্দিক বেআইনিভাবে রোগী দেখছিলেন। প্রয়োজনীয় কাগজপত্র এবং বিএমডিসির সনদ দেখাতে না পারায় তাকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসনের কার্যালয়ে নিয়ে যাওয়া হলে সেখানে তিনি বিএমডিসির সনদ পেতে হাইকোর্টে একটি রিটের কাগজ দেখান। সেজন্য তাকে মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে। তবে হাইকোর্টের রিট নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাকে প্রাইভেট প্র্যাকটিস করতে নিষেধ করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সময় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার মাহমুদুল হাসান ও এশনা পাল উপস্থিত ছিলেন।

আজিজুল সঞ্চয়/আরএআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।