সেপটিক ট্যাংকে প্রাণ গেল গৃহকর্তাসহ দুইজনের

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০৩:১৩ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

জয়পুরহাটের পাঁচবিবিতে বাড়ির নির্মাণাধীন টয়লেটের সেপটিক ট্যাংক পরিষ্কার করতে গিয়ে গৃহকর্তাসহ দুইজনের মৃত্যু হয়েছে। এতে আরও একজন আহত হয়েছেন। সোমবার দুপুরে উপজেলার শালাইপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শালাইপুর গ্রামের মৃত আমজাদ হোসেনের ছেলে গৃহকর্তা মোহাম্মদ আলী (৩৫) ও একই উপজেলার বাঁশখুর গ্রামের নজরুল ইসলামের ছেলে নির্মাণ শ্রমিক নাঈম হোসেন (২৫)। আহত হয়েছেন শালাইপুর গ্রামের নজরুল ইসলামের ছেলে জাকারিয়া হোসেন (৩২)।

পাঁচবিবি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, নির্মাণ শ্রমিক নাঈম গৃহকর্তা মোহাম্মদ আলীর সেপটিক ট্যাংকের ভেতরে কাঠের সার্টার খোলাসহ ট্যাংকটি পরিষ্কার করতে ভেতরে নামেন। বেশ কিছুক্ষণ তার সাড়া শব্দ না পেয়ে গৃহকর্তা সেখানে গিয়ে ওই ট্যাংকটির ভেতরে নাঈমকে অজ্ঞান অবস্থায় পরে থাকতে দেখেন। নাঈমকে ভেতর থেকে তুলতে গিয়ে গৃহকর্তা ও অপর নির্মাণ শ্রমিক জাকিারিয়া সেপটিক ট্যাংকের ভেতরে অজ্ঞান হয়ে পড়েন।

তাদের সবার কোনো সাড়া শব্দ না পেয়ে বাড়ির নারীরা চিৎকার শুরু করলে স্থানীয়রা ছুটে এসে সেপটিক ট্যাংকের সাইড ভেঙে দুইজনকে মৃত ও অপর একজনকে আহত অবস্থায় উদ্ধার করে। পরে আহত জাকারিয়াকে ফায়ার সার্ভিস কর্মীরা জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করেন।

রাশেদুজ্জামান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।