দশ বছরের শিশুকে ধর্ষণ করল দশম শ্রেণির ছাত্র

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি কুড়িগ্রাম
প্রকাশিত: ০৬:২৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

কুড়িগ্রামে দশম শ্রেণির ছাত্রের বিরুদ্ধে ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতনের শিকার শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত কিশোরের বিরুদ্ধে সোমবার কুড়িগ্রাম সদর থানায় মামলা করেছেন।

অভিযুক্ত কিশোর সদর উপজেলার পাঁচগাছী ইউনিয়নের শুলকুর বাজার সংলগ্ন উত্তর নওয়াবশ গ্রামের গাদু মিয়ার ছেলে। সে একই এলাকার পাঁচগাছী উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। ঘটনার পর থেকে ওই কিশোর পলাতক রয়েছে।

এদিকে নির্যাতনের শিকার শিশুটি কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছে।

কুড়িগ্রাম জেনারেল হাসপাতালের গাইনি বিভাগের কনসালটেন্ট ডা. নাসিমা বেগম বলেন, শিশুর প্রাথমিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া গেছে। তবে আমরা কমিটির মাধ্যমে চূড়ান্ত প্রতিবেদন দেবো।

শিশুটির মা জানান, গত শনিবার সন্ধ্যায় বাড়ির পাশে কীর্তনের আয়োজন করা হয়। তিনি শিশুটিকে তার বাবার কাছে রেখে কীর্তন শুনতে যান। শিশুটি ঘুমিয়ে পড়লে তার বাবা বাইরে থেকে দরজার শেকল লাগিয়ে পাশের বাজারে যান। এ সুযোগে পাশের বাড়ির ওই কিশোর ঘরে ঢুকে শিশুটিকে ধর্ষণ করে। পরে তিনি (মা) বাড়ি ফিরে মেয়েকে রক্তাক্ত অবস্থায় পান। ওই রাতেই তাকে নিয়ে কুড়িগ্রাম সদর থানায় গেলে পুলিশ শিশুটিকে হাসপাতালে ভর্তির পরামর্শ দেয়।

কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজার রহমান বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত কিশোরকে ধরার চেষ্টা চলছে। শিশুটিকে আমরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসা নিতে পাঠিয়েছি। শিশুটির ডাক্তারি পরীক্ষার রিপোর্ট পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

নাজমুল/এমবিআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।