৩৬ পরিবারের জমি দখল করেছেন ছাত্রলীগ সভাপতি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ঝালকাঠি
প্রকাশিত: ০৭:২৯ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

ঝালকাঠির রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেলের বিরুদ্ধে চাঁদাবাজি ও জমি দখলের অভিযোগ করেছে উপজেলার ৩৬টি পরিবার। একই সঙ্গে রুবেলের বাবা তোফাজ্জেল হোসেনের বিরুদ্ধেও অভিযোগ তুলেছে পরিবারগুলো।

মঙ্গলবার দুপুরে রাজাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এসব অভিযোগ করেন ভুক্তভোগী পরিবারগুলোর সদস্যরা। রুবেলের বাবা তোফাজ্জেল হোসেনসহ তার পরিবারের সদস্যদের বিরুদ্ধেও জমি দখলের অভিযোগ করেছেন তারা।

সংবাদ সম্মেলনে ৩৬টি ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন উপজেলার কলেজ রোড এলাকার মো. সিদ্দিকুর রহমান। সংবাদ সম্মেলনে ৩৬টি পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।

সিদ্দিকুর রহমান বলেন, এলাকায় কেউ জমি বিক্রি করলে ছাত্রলীগ সভাপতিকে টাকার ভাগ দিতে হয়। চাঁদার টাকা না দিলে আমাদের ওপর নির্যাতন করা হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আহসান হাবিব রুবেল ছাত্রলীগের সভাপতি হওয়ার পর থেকে নানা অপকর্ম করছেন। বাবার সহায়তায় রাজাপুর সদরের ৩৬টি পরিবারের জমি দখল করেছেন রুবেল। ভুয়া কাগজপত্রের মাধ্যমে মালিকানা দাবি করে প্রথমে মোটা অঙ্কের চাঁদা চান। চাঁদার টাকা না দেয়ায় লোকজন নিয়ে জমি দখল করেছেন তিনি। ওই জমি অন্যদের কাছে বিক্রি করে লাখ লাখ হাতিয়ে নিয়েছেন। এসব কাজে বাধা দিলে মারধরও করা হয় আমাদের। পুলিশের কাছে অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি আমরা। জমি দখল করে নেয়ায় ভূমিহীন হয়ে পড়েছি আমরা ৩৬টি পরিবার। অবিলম্বে আমাদের জমি উদ্ধারের দাবি জানাই। সেই সঙ্গে ছাত্রলীগ নেতার বিচার চাই।

জানতে চাইলে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি আহসান হাবিব রুবেল বলেন, এটি সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। যারা অভিযোগ করেছেন তারা একসময় বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। আমাদের প্রতিপক্ষ কেন্দ্রীয় আওয়ামী লীগের নেতা মনিরুজ্জামান মনির ইন্ধন দিয়ে রাজনৈতিকভাবে হেয় করার জন্য তাদের দিয়ে এসব অভিযোগ করিয়েছেন।

মো. আতিকুর রহমান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।