পটুয়াখালীর প্রবীণ সাংবাদিক রফিক বিশ্বাস আর নেই

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক কুয়াকাটা (পটুয়াখালী)
প্রকাশিত: ১০:০৭ পিএম, ২৪ সেপ্টেম্বর ২০১৯

পটুয়াখালীর কলাপাড়া প্রেস ক্লাবের সদস্য প্রবীণ সাংবাদিক রফিক উদ্দিন বিশ্বাস আর নেই। সোমবার দিবাগত রাত ৩টার দিকে পৌর শহরের মাদরাসা রোডে ছোট ভাইয়ের বাসয় তিনি ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল আনুমানিক ৮০ বছর। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন বলে পরিবারিক সূত্রে জানা গেছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে পাঁচ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মঙ্গলবার দুপুর দুইটায় নেছার উদ্দিন সিনিয়র মাদরাসা জামে মসজিদ মাঠে নামাজে জানাজা শেষে তাকে এতিমখানা কবরস্থানে দাফন করা হয়েছে।

Kuakata-1

এর এগে দুপুর ১২টার দিকে দীর্ঘদিনের কর্মস্থল কলাপাড়া প্রেস ক্লাবের সামনে মরহুমের কফিন আনা হয়। সেখানে কলাপাড়া প্রেস ক্লাব, কলাপাড়া রিপোর্টার্স ইউনিটি ও কুয়াকাটা প্রেস ক্লাবসহ বিভিন্ন সাংবাদিক সংগঠন তাকে শেষ শ্রদ্ধা জানান।

তিনি দীর্ঘদিন দৈনিক দেশবাংলা ও দৈনিক প্রভাতসহ একাধীক জাতীয় ও আঞ্চলিক পত্রিকায় সুনামের সঙ্গে উপকূলীয় অঞ্চলের খবর সরবরাহ করেছেন।

কাজী সাঈদ/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।