জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ আ.লীগ নেত্রীর ছেলে আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি জয়পুরহাট
প্রকাশিত: ০১:৩৭ পিএম, ২৬ সেপ্টেম্বর ২০১৯

জয়পুরহাটে জুয়া খেলার সময় জুয়ার সরঞ্জাম ও নগদ টাকাসহ জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রীর ছেলেসহ নয়জনকে আটক করেছে পুলিশ। বুধবার রাতে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাব থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রেবেকা সুলতানার ছেলে রুবেল হোসেন, সদর উপজেলার পাঁচুরচকের বকুল হোসেন, আরাফাত নগরের শিপন মিয়া, বিশ্বাসপাড়া এলাকার মনিরুল ইসলাম, শফিউল আলম, সবুজনগর এলাকার সামিউল আলম, ফুয়াদ মতিন, মাদরাসাপাড়ার মিলন হোসেন ও আরিফুল আলম রুবেল।

জয়পুরহাট সদর থানার ওসি (তদন্ত) রায়হান হোসেন জানান, আটকরা দীর্ঘদিন ধরে শহরের জিরো পয়েন্টে বন্ধু ক্লাবে আসর বসিয়ে জুয়া খেলে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সেখানে অভিযান চালিয়ে ওই জুয়াড়িদের হাতেনাতে আটক করা হয়।

এ সময় সেখান থেকে ফেনসিডিলের খালি বোতল, জুয়ার সরঞ্জাম, নগদ ৫২ হাজার টাকা ও ৪টি মোটরসাইকেল জব্দ করা হয়েছে বলেও জানান তিনি।

রাশেদুজ্জামান/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।