রাজশাহীতে বেপরোয়া ট্রাকের ধাক্কায় প্রাণ গেল নারীর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৩:০৬ পিএম, ২৯ সেপ্টেম্বর ২০১৯
প্রতীকী ছবি

রাজশাহীতে বোপরোয়া গতির একটি ট্রাকের ধাক্কায় অজ্ঞাতপরিচয় এক নারীর (৪০) মৃত্যু হয়েছে। রোববার সকালে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে নগরীর কাশিয়াডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আলী আরিফ জানান, সকালে রাস্তা পারাপার হচ্ছিলেন ওই নারী। এ সময় একটি বেপরোয়া গতির মালবাহী একটি ট্রাক তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে রাস্তার ওপর ছিটকে পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে ওই নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

তিনি আরও জানান, নিহতের নাম-পরিচয় শনাক্ত করা যায়নি। মরদেহ মর্গে নেয়া হয়েছে। এ ঘটনায় আইনত ব্যবস্থা নেয়া হচ্ছে।

ফেরদৌস দিদ্দিকী/এমবিআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।