পেঁয়াজের দাম বেশি রাখায় ৪৬ হাজার টাকা জরিমানা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি লক্ষ্মীপুর
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ০২ অক্টোবর ২০১৯

লক্ষ্মীপুর শহরে সিন্ডিকেট করে বেশি দামে পেঁয়াজ বিক্রির অভিযোগে দুই আড়ৎসহ চার প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুর রিদোয়ান আরমান শাকিল ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ আদেশ দেন।

এদিন তিনি শহরের মাছ বাজার, ভক্তের গলি ও ধান হাটাসহ শহরের বিভিন্ন মুদি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় লক্ষ্মীপুর বণিক সমিতির সহ-সভাপতি আবদুল আজিজ এবং ফল সমিতির সভাপতি এমরান হোসেন উপস্থিত ছিলেন।

Lakshmipur-3.jpg

উপজেলা প্রশাসন জানায়, সরকারি ভাবে পেঁয়াজের পাইকারি মূল্য ৬৮ ও খুচরা মূল্য ৭০ টাকা নির্ধারণ করা হয়। কিন্তু কিছু অসাধু ব্যবসায়ী এর চেয়ে ২৫-৩০ টাকা বেশিতে পেঁয়াজ বিক্রি করছেন। এ অভিযোগে শহরের মাছ বাজার, ভক্তের গলি ও ধান হাটাসহ কয়েকটি দোকানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। অতিরিক্ত দামে পেঁয়াজ বিক্রি করায় ভোক্তা অধিকার আইনে দুটি আড়ৎসহ ৪টি প্রতিষ্ঠানকে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এর মধ্যে সোনালী স্টোর আড়তের মালিক লতিফ মিয়ার কাছ থেকে ২৫ হাজার টাকা ও অন্য একটি আড়ৎ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়া মূল্যতালিকা না থাকায় সোলেমান স্টোর ও জিয়া স্টোর নামে দুটি মুদি দোকানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Lakshmipur-3.jpg

ইউএনও শফিকুর রিদোয়ান আরমান শাকিল বলেন, সরকারিভাবে পেঁয়াজের দাম নির্ধারণ করে দেয়া হয়েছে। মূল্য নিয়ন্ত্রণে রাখতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে।

কাজল কায়েস/এমএমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।