আস্ত হরিণ গিলে হজম করতে পারল না অজগর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নেত্রকোনা
প্রকাশিত: ১০:০৫ পিএম, ০৩ অক্টোবর ২০১৯

হরিণ শাবক খেতে এসে মারা গেছে বিশাল আকারের একটি অজগর সাপ। বুধবার সন্ধ্যায় নেত্রকোনার কলমাকান্দা উপজেলার সীমান্তবর্তী পাহাড়ি জনপদ চন্দ্রডিঙ্গা এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বিশাল আকারের অজগর সাপটি ওই পাহাড়ি অঞ্চলের একটি হরিণ শাবক গিলে ফেলে। একপর্যায়ে হরিণ শাবকটি সাপটির গলায় আটকে যায়। তখন এলাকাবাসী টের পেয়ে সাপটি আটক করে বেঁধে রাখে। কিছুক্ষণ পর সাপটি মারা যায়। সাপটির দৈর্ঘ্য আনুমানিক ১০ ফুট। মরে যাওয়ার পর গ্রামবাসী মৃত সাপটি মাটি চাপা দিয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রংছাতি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাহেরা খাতুন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তার ধারণা, ওই পাহাড়ি অঞ্চলে এমন আরও অজগর সাপ থাকতে পারে।

এ ব্যাপারে উপজেলা বন কর্মকর্তা রতিন্দ্র কিশোর রায় বলেন, কলমাকান্দা উপজেলা ছাড়াও আরও দুটিতে অতিরিক্ত দায়িত্ব থাকায় ঘটনাস্থলে আমি উপস্থিত থাকতে পারিনি। স্থানীয়দের কাছ থেকে ঘটনা শুনে সাপটিকে আটক রাখতে বলেছি। কিন্তু আটকের পর সাপটি মারা যায়।

কামাল হোসাইন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।