নওগাঁয় হাসপাতাল থেকে শিশু চুরি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নওগাঁ
প্রকাশিত: ০৮:১১ পিএম, ০৫ অক্টোবর ২০১৯

নওগাঁ সদর হাসপাতালের শিশু ওয়ার্ড থেকে পাঁচ মাসের একটি শিশু চুরির ঘটনা ঘটেছে। শনিবার বিকেল ৩টার দিকে এ ঘটনা ঘটে।

চুরি হয়ে যাওয়া শিশুটির নাম মুসা। সে সদর উপজেলার মঙ্গলপুর গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

এদিকে এ ঘটনায় হাসপাতালের শিশু ওয়ার্ডে অভিভাবকদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

শিশুটির অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ২ অক্টোবর হাসপাতালের নতুন ভবনের শিশু ওয়ার্ডে মুসাকে ভর্তি করানো হয়। হাসপাতালে শিশুটির সঙ্গে ছিলেন তার মা ও দাদি। শনিবার বিকেলে শিশুটির দাদি ওষুধ কিনতে হাসপাতালের বাইরে যান। এ সময় শিশুটির মা তাকে নিয়ে ওয়ার্ডের বাহিরে পায়চারি করছিলেন। পাশে অপরচিত এক নারীও ঘোরাঘুরি করছিলেন। ওই নারীর কাছে শিশুটিকে দিয়ে ওয়ার্ডের ভেতরে বাচ্চার প্যান্ট নিতে যান মা। পরে ফিরে এসে ওই নারী ও শিশু কাউকেই দেখতে পাননি তিনি। এ সময় শিশুটির দাদিও ফিরে এসে কারও কাছে শিশুটিকে না পেয়ে কান্নাকাটি ও হৈ-চৈ শুরু করেন। এতে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষের নজরে আসলে কর্তৃপক্ষ সিসিটিভির ফুটেজ দেখে শিশু চুরির বিষয়টি নিশ্চিত হয়।

হাপতালের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক ডা. মুক্তার হোসেন জানান, সিসিটিভির ফুটেজে দেখা যায়, বোরকা পরা এক নারী শিশুটিকে হাসপাতাল থেকে নিয়ে অটোরিকশায় করে চলে যান। বিষয়টি থানায় জানানো হয়েছে।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সোরওয়ার্দী হোসেন জানান, নওগাঁ সদর হাসপাতাল থেকে ফোন পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শিশুটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

আব্বাস আলী/এমবিআর/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।