পুকুরে নৌকায় ঘুরতে গিয়ে দুই ভাইয়ের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ
প্রকাশিত: ০২:৪০ পিএম, ০৬ অক্টোবর ২০১৯
ফাইল ছবি

মুন্সীগঞ্জে নৌকাডুবিতে মো. সাকির (৫) ও সেজান (২৫) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার বেলা ১১টার দিকে শ্রীনগর উপজেলার কুশরিপাড়া গ্রামে এই ঘটনা ঘটেছে। তারা মামা বাড়িতে বেড়াতে এসে পুকুরে নৌকায় চড়তে গিয়ে এই দুর্ঘটনার শিকার হন। সম্পর্কে তারা খালাতো ভাই।

নিহত সেজানের বাড়ি কোলাপাড়া গ্রামে, বাবার নাম আখলাছ মিয়া। অপরদিকে সাকিরের বাড়ি গাজীপুরে, বাবার নাম মো. নাছির।

শ্রীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইউনুচ আলী এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, মামা বাড়িতে বেড়াতে এসে স্থানীয় একটি পুকুরে নৌকায় চড়ে দুই খালাতো ভাই সাকির ও সেজান। কিন্তু তলা ফাটা থাকায় কিছুক্ষণ পর নৌকাটি ডুবে যায়। তাদের মধ্যে সেজানের বয়স ২৫ হলেও বুদ্ধি প্রতিবন্ধী হওয়ায় এবং সাকিরের বয়স কম হওয়ায় কেউই সাঁতারে তীরে উঠতে পারেনি।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত ঘোষণা করেন।

ভবতোষ চৌধুরী নুপুর/এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।