খেলতে গিয়ে পুকুরে ডুবে তিন বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ১২:৪৭ পিএম, ০৬ অক্টোবর ২০১৯
প্রতীকী ছবি

গোপালগঞ্জে পুকুরের পানিতে ডুবে মেহেরজান আক্তার (৫) ও মারিয়া আক্তার (৩) ও ঝর্না আক্তার (৩) নামে তিন বোনের মৃত্যু হয়েছে। রোববার সকাল ৯টার দিকে মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের নিশ্চিন্তপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটেছে।

তাদের মধ্যে মেহেরজান আক্তার ও মারিয়া আক্তার আপন বোন। তারা ওই গ্রামের মেরাজ শেখের মেয়ে। আর ঝর্না আক্তার তাদের ফুফাতো বোন। তার বাবার নাম নুর আলম, বাড়ি পার্শ্ববর্তী তপারকান্দি গ্রামে।

হাসপাতাল সূত্রে জানা গেছে, সকালে পুকুর পাড়ে খেলতে যায় তিন বোন। দীর্ঘক্ষণ পরও তাদের সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা ওই পুকুরে তাদের খুঁজতে থাকেন।

এক পর্যায়ে সকাল ৯টার দিকে তাদের পুকুর থেকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে নিকটবর্তী রাজৈর উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সবাইকেই মৃত ঘোষণা করেন।

রাজৈর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, হাসপাতালে আনার আগেই ওই তিন শিশুর মৃত্যু হয়েছে।

এদিকে একই সঙ্গে তিনি বোনের এমন মর্মান্তিক মৃত্যুতে পরিবারও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

এমএমজেড/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।